insta logo
Loading ...
×

হারিয়েছে শিক্ষকদের চাকরি , বন্ধ স্কুলের বিজ্ঞান বিভাগ

হারিয়েছে শিক্ষকদের চাকরি , বন্ধ স্কুলের বিজ্ঞান বিভাগ

অমরেশ দত্ত, মানবাজার :

এক সাথে চাকরি খোয়ালেন ২৬০০০ শিক্ষক-শিক্ষিকা‌। আর তাতেই বিপাকে স্কুলের পড়ুয়া থেকে স্কুল কর্তৃপক্ষ। ‌ রাজ্যের স্কুলে স্কুলে কার্যত অচলাবস্থা। ‌ মানবাজার বিশরী আঞ্চলিক পিডিজিএম হাই স্কুলের অবস্থা যেমন অত্যন্ত শোচনীয়।

বিশরী আঞ্চলিক পিডিজিএম হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মঙ্গলময় গরাঁই বলেন, “এই হাইস্কুলে ২০১৯ সালে একসঙ্গে আট জন শিক্ষক ট্রান্সফার নিয়ে চলে যান। এরপর এই বিদ্যালয়টি ভয়াবহ সমস্যার মুখোমুখি হয়। বন্ধ হয়ে যায় বিজ্ঞান বিভাগ। বর্তমানে এই স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ে ৫৪৫ জন ছাত্রছাত্রী। আছেন ১০ জন শিক্ষক। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন ৩ জন। ফলে ফের বিপদের মুখে পড়েছে বিদ্যালয়।”

Post Comment