অমরেশ দত্ত, মানবাজার:
দলা পাকানো একটা কান্না যেন ঠেলে উঠছে বুক থেকে। আবেগে ধরে আসছে গলা। বারবার ভিজে উঠছে চোখ। অশ্রুসিক্ত সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার অবসরপ্রাপ্ত শিক্ষিকা শুক্লা বন্দ্যোপাধ্যায় ও ড: সুলেখা পোদ্দারকে বিদায় জানালো মানবাজার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ও শিক্ষার্থীরা। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন স্বামীজির জন্ম জয়ন্তী উপলক্ষে বীর সন্ন্যাসীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করার পর শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান। বিদায়ী শিক্ষিকা শুক্লা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি শিক্ষার্থীদের সব সময় পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করেছি।আগামী দিনে শুধুমাত্র ভালো শিক্ষার্থী হিসেবেই নয়, সেই সঙ্গে তারা ভালো মানুষ হয়ে উঠুক, স্কুলের নাম উজ্জ্বল করুক এটাই আমি আন্তরিকভাবে কামনা করি।”
Post Comment