বিশ্বজিৎ সিং সর্দার,পুরুলিয়া:
গবাদি পশুর খাবার দিয়ে মশলা তৈরির ঘটনায় ওই কারখানার ঝাঁপ বন্ধ করে দিলো টাস্ক ফোর্স। সেই সঙ্গে ওই কারখানার ম্যানেজারকে গ্রেফতার করে ওই টাস্ক ফোর্স -এ থাকা ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। তবে তার জামিন হয়ে যায়।
গত বুধবার পুরুলিয়া শহরের রথতলায় একটি মশলার কারখানায় হানা দেয় টাস্ক ফোর্স। টাস্ক ফোর্স-র টিম সেখানে পৌঁছে আঁতকে ওঠেন। তারা দেখতে পান
গবাদি পশুর খাবার, তুষ এবং বাজারের বিভিন্ন রঙ দিয়ে হলুদ সহ নানান মশলা তৈরি করা হচ্ছে। এই ঘটনায় ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ-র অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই গ্রেফতার হয়। পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তার বাড়ি পুরুলিয়া পুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডের ভাগাবাঁধপাড়ায়। সেইসময় ওই কারখানার মালিক কাজল দত্ত ছিলেন না। তবে তার নামেও এফআইআর হয়েছে। তবে তাকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তার খোঁজ চলছে।
Post Comment