নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া ও মানবাজার:
৪ দিন ধরে চলল অভিযান। বালি, মাটির, পাথর– সব সহি পুরুলিয়ায়। বিধি বহির্ভূত কিছুই পায়নি টাস্ক ফোর্স। মাটি, বালি, পাথরের মতো প্রাকৃতিক সম্পদ উত্তোলনে বেনিয়ম রুখতে বিশেষ অভিযান চালিয়েছিল টাস্ক ফোর্স। ঝাড়খণ্ড সীমান্তবর্তী পুরুলিয়া জেলার ৪ মহকুমা রঘুনাথপুর, পুরুলিয়া, মানবাজার ও ঝালদায় চলে অভিযান। কিন্তু ৪ দিনের এই অভিযানে বেআইনি বালি, মাটি ও পাথরের বিরুদ্ধে কোনরকম নিয়মভঙ্গকারী কিছুই পেল না টাস্ক ফোর্স। অন্যদিকে হুড়া থানার দেউলি মোড় এলাকা থেকে বালি বোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করে হুড়া থানার পুলিশ। অভিযোগ, ওই ট্রাক্টরের কাছে বালি তোলার কোন বৈধ অনুমতি ছিল না। ট্রাক্টরের মালিক ও ট্রাক্টর চালকের বিরুদ্ধে স্যুয়োমোটো মামলা করেছে পুলিশ।

৪দিনের এই অভিযানে টাস্ক ফোর্স ছিল পুরুলিয়া মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সনৎ বিশ্বাসের নেতৃত্বে। তিনি বলেন, “পুরুলিয়া জেলার ৪ মহকুমাতেই আমাদের বিশেষ অভিযান চলেছে। কোথাও কোন বেআইনি কার্যকলাপ নজরে পড়েনি।”
রঘুনাথপুর মহকুমা এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালায় টাস্ক ফোর্স। অভিযানে ছিলেন রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক রোহেদ শেখ, রঘুনাথপুর আইসি অর্ঘ্য মন্ডল, সাঁতুড়ির ওসি বিশ্বজিৎ মন্ডল ও পুরুলিয়া ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ওসি মাইনস মোরান হেমব্রম সহ অন্যান্য আধিকারিকরা। এদিনের অভিযানে রঘুনাথপুর ও সাঁতুড়ির মধুকুন্ডা এলাকার একাধিক বালি ঘাটে অভিযান চালায় ওই টাস্ক ফোর্স। কিন্তু অবৈধ কিছুই পাওয়া যায়নি।

Post Comment