নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
জেলায় বেআইনি বালি তোলা ও পরিবহনে রাশ টানতে টাস্ক ফোর্সের অভিযান জোরদার। বুধবার কাশিপুরে বালি বোঝাই তিনটি ট্রাক্টর এবং পুরুলিয়া মফস্বল থানায় বালি নিয়ে আসা তিনটি টোটো বাজেয়াপ্ত হয়। ওই ঘটনায় পুরুলিয়া শহরের তিনজনকে গ্রেফতার করে আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়।
একই রাতে বলরামপুরেও টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ে বালি বোঝাই দুটি ট্রাক। গত দু’সপ্তাহে টাস্ক ফোর্স ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ নম্বরের পাঁচটি ট্রাক আটক করেছে, ছিল ৭০০ সিএফটির বেশি বালি। তদন্তে জানা গিয়েছে—ঝাড়খণ্ডের নদী ঘাট থেকে রাতের অন্ধকারে বেআইনি বালি তুলে এই জেলায় বিক্রি করা হচ্ছিল।
জেলা প্রশাসন জানিয়েছে, মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক সনৎ বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান চলছে। দলে রয়েছেন পরিবহন দফতর, ব্লক ভূমি দফতর ও বিভিন্ন থানার পুলিশ কর্তারা। বেআইনি বালি পাচারে ধরা পাঁচটি লরির ক্ষেত্রে এক লাখ টাকা করে জরিমানা ধার্য হয়েছে। পরিবহন দফতরও আলাদা করে জরিমানা করবে।











Post Comment