নিজস্ব প্রতিনিধি, বলরামপুর ও বরাবাজার:
জেলা সদরের পাশাপশি ব্লক এলাকায় বাজার দর নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের হানা চলছেই। মঙ্গলবার সকালে বলরামপুর সবজি বাজার এবং বরাবাজার কিষান মন্ডিতে হানা দেয় টাস্ক ফোর্সের আধিকারিকরা। শাক – সবজির পাশাপশি মাছ – মাংসের দোকান ঘুরে দাম জিজ্ঞেস করেন আধিকারিকরা। এই দুই ব্লকের সবজি বাজারে প্রায় এক ঘণ্টা ধরে ঘুরে দেখে পরিস্থিতি খতিয়ে দেখেন। শুধু বিক্রেতাদের নয়, ক্রেতাদেরও বাজার দর জিজ্ঞেস করেন আধিকারিকরা। পাশাপশি বিশেষ নজর দেওয়া হয় দাঁড়িপাল্লার ওপরেও। কারণ বহু জায়গায় টাস্ক ফোর্সের নজরে ওজনের কারচুপির অভিযোগ আসে। পরে সেই অভিযোগ হাতে নাতে প্রমাণও মিলেছে। বর্ষার আগে সবজির ঊর্ধ্বমুখী দামের কারণে রাজ্যের নির্দেশে টাস্ক ফোর্সের নজরদারি বাড়ে। যার ফলে বর্তমানে নিত্য প্রয়োজনীয় হেঁসেলের সামগ্রীর দাম অনেকটাই নিয়ন্ত্রণে। এদিনের এই অভিযানে অতিরিক্ত জেলাশাসক ( জেলা পরিষদ ) রানা বিশ্বাসের নেতৃত্বে জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, কৃষি দফতরের মার্কেটিং অফিসার, খাদ্য সুরক্ষা দফতর সহ আরও কয়েকটি দফতরের আধিকারিকরা এই অভিযানে শামিল হন।
বাজার দর দেখতে ব্লক এলাকাতেও টাস্ক ফোর্স-র হানা
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.











Post Comment