দেবীলাল মাহাত,আড়শা:
আড়শা কলেজের সভাপতির দায়িত্ব দেওয়া হল সুষেণ মাঝিকে। পরিচালন সমিতির সভাপতি পদ থেকে অপসারণ করা হলো পরমেশ্বর মাহাতকে। শনিবার আড়শা কলেজের সভাকক্ষে পরিচালন সমিতির সদস্যদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। দায়িত্ব বুঝে নেন সুষেণ বাবু। তিনি বলেন, সকল সদস্যদের নিয়ে কলেজের সার্বিক উন্নয়নই হবে প্রথম ও প্রধান লক্ষ্য। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ বিদ্যাপতি কুমার সহ অন্যান্যরা।
Post Comment