insta logo
Loading ...
×

সারপ্রাইজ পুরুলিয়ায়! খুশি পর্ষদ সভাপতি

সারপ্রাইজ পুরুলিয়ায়! খুশি পর্ষদ সভাপতি

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

জঙ্গলমহল পুরুলিয়ায় সারপ্রাইজ ভিজিটে মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থাপনা দেখতে এই প্রথমবার এসেছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায়। সারপ্রাইজ ভিজিটে এসে নিজেই হলেন সারপ্রাইজড। সুষ্ঠু পরীক্ষা পরিচালনা দেখে সন্তোষ প্রকাশ করলেন তিনি। বুধবার একদিনে তিনি পুরুলিয়ার মোট ১০টি স্কুল পরিদর্শন করলেন।

পুরুলিয়া শহরের গভর্নমেন্ট গার্লস, জিলা স্কুল, নেতাজি হাইস্কুল, চিত্তরঞ্জন বয়েজ ও কস্তুরবা হিন্দি বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন পর্ষদ সভাপতি। এরপর পুরুলিয়া ২ নম্বর ব্লকের ছররা হাই স্কুল, বড়াশিনি নন্দলাল হাইস্কুল, পাড়া ব্লকের ঝাঁপড়া হাই স্কুল, রঘুনাথপুর শহরের রঘুনাথপুর টাউন হাইস্কুল ও রঘুনাথপুর গার্লস হাইস্কুলে পরীক্ষা পরিচালন ব্যবস্থা পরিদর্শন করেন তিনি। খতিয়ে দেখেন প্রত্যেকটি কেন্দ্রেই আলো, বাথরুম, পানীয় জল, স্বাস্থ্যকর্মী রয়েছে কিনা ও মোবাইল সংক্রান্ত নির্দেশিকা পালন হচ্ছে কিনা। তিনি জানান, “আমি পরীক্ষার্থীদের সাথে কথা বলেছি। এখানকার মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থাপনা খুবই ভালোl” এদিন তাঁর পরিদর্শনে সঙ্গী ছিলেন জেলায় মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক ড. সোমনাথ কুইরি, যুগ্ম আহ্বায়ক দীপক পাল ও ডিস্ট্রিক্ট নোডাল অ্যাডভাইজারি কমিটির সদস্য কুনাল সেন।

Post Comment