insta logo
Loading ...
×

আন্তর্জাতিক নারী দিবসে চমকে দেওয়া উপহার

আন্তর্জাতিক নারী দিবসে চমকে দেওয়া উপহার

সুজয় দত্ত, জয়পুর :

পলিথিন ডেকে আনছে সভ্যতার সর্বনাশ। তাই পলিথিন ব্যবহারের পরিবর্তে মহিলাদের কাপড়ের ব্যাগ ব্যবহারে উৎসাহ দিতে তৎপর ব্লক। আন্তর্জাতিক নারী দিবসে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেওয়া হলো কাপড়ের ব্যাগ। এমন ব্যতিক্রমী ভাবনা জয়পুর ব্লকে।

শনিবার জয়পুর ব্লক অফিসের সভাঘরে আয়োজিত হল আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান।
উপস্থিত ছিলেন জয়পুর ব্লকের বিডিও সৌম্য শাসমল, জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা গোপ, স্বচ্ছ ভারত মিশন, জল জীবন মিশনের বিপিএম মহ: মুস্তাক শাহ প্রমুখ।
স্বচ্ছ ভারত মিশনের আওতায় প্রতি ঘরে শৌচালয় যাতে সকলে ব্যবহার করে সেদিকে লক্ষ্য রাখতে জোর দেন বক্তারা। যাদের বাড়িতে শৌচালয় নেই তাদের নাম সংগ্রহ করা হয়। র‍্যালিতে হাঁটেন জয়পুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌম্য শাসমল সহ অন্যান্যরা।

Post Comment