নিজস্ব প্রতিনিধি, কাশিপুর :
বাইককে ধাক্কা মারল টাটা সুমো। হুড়া কাশিপুর রাস্তায় কাশিপুর থানার উপর ডমনকিয়ারি গ্রামের কাছে শুক্রবার ঘটেছে দুর্ঘটনাটি। দুর্ঘটনার জেরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন বাইক চালক রঘুনাথপুরের বাসিন্দা ধনঞ্জয় মুখার্জি৷ পুলিশ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে হুড়া হাসপাতালে ভর্তি করে। আটক করা হয়েছে দুটি গাড়িই।
Post Comment