insta logo
Loading ...
×

কীটনাশক খেয়ে আত্মঘাতী

কীটনাশক খেয়ে আত্মঘাতী

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:

কীটনাশক খেয়ে আত্মঘাতী বৃদ্ধ। মৃতের নাম নিরঞ্জন মাহাত (৬২)। তিনি পুরুলিয়ার বাঘমুন্ডি থানার শ্রাবণডি গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে বুধবার সকালে ওই বৃদ্ধ নিজের বাড়িতেই কীটনাশক খেয়ে ফেলেন। জানতে পেরে তৎক্ষনাৎ পরিবারের লোকজন তাকে বাঘমুন্ডির পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে দেহটি ময়না তদন্ত হয়।

Post Comment