insta logo
Loading ...

শুকনো হাওয়ায় আগুন

শুকনো হাওয়ায় আগুন

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

দিন কয়েকের বৃষ্টি পার করে ফের শুকনো আবহাওয়া। আর শুকনো হাওয়ায় ছড়াচ্ছে আগুন। পুরুলিয়ার গ্রামে গঞ্জে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। কাশিপুর থানার কালিয়াদা গ্রামের রবি মুর্মুর বাড়িতে আগুন লাগে বৃহস্পতিবার। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর যায় দমকলে।

অন্যদিকে বোরো থানার কুটনি গ্রামে অনিল বাস্কে ও দেবাশীষ হাঁসদার খড়ের গাদায় আগুন লাগে এদিন। পুলিশের সহায়তায় স্থানীয় বাসিন্দারা আগুন পোহাতে কাজে হাত লাগান। আসে দমকল। আগুন নেভাতে গিয়ে আগুনে পুড়ে আহত হন স্থানীয় বাসিন্দা যুধিষ্ঠির মুর্মু। তাকে বারি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

Post Comment