নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: আচমকা নাকা চেকিং শুরু হয়েছে পুরুলিয়ার ৩ থানা এলাকায়। আজ সোমবার বেলা ১১ টা থেকে এই নাকা তল্লাশি শুরু করেছে পুরুলিয়া জেলা পুলিশ। প্রায় ২ ঘন্টা চলবে বলে পুলিশ জানিয়েছে। পুরুলিয়া সদর, টামনা ও মফস্বল থানার মোট ৯ জায়গায় এই নাকা তল্লাশি চলছে।
পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধানবাদ- জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কের ওপর শিমুলিয়া মোড়, পুরুলিয়া- বাঁকুড়া ৬০-এ জাতীয় সড়কের ওপর ভাঙড়া মোড়, আইমুন্ডি মোড়, তেলকল পাড়া মোড়, পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের ওপর চার সড়ক মোড়, শ্মশান কালী সেতু, পুরুলিয়া-বাঁকুড়া ৬০-এ জাতীয় সড়ক ও ধানবাদ- জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কের ওপরে জজবাংলো, পাতকুম মোড়, পুরুলিয়া শহরের ভাটবাঁধ মোড় ও উইল কক্স রোডে এই নাকা চলছে। পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাফিক বিধি সহ একাধিক বিষয়কে মাথায় রেখে মাথায় রেখে এই নাকা তল্লাশি হচ্ছে।প্রত্যেকটি তল্লাশি পয়েন্টে পুলিশ আধিকারিকরা রয়েছেন।
Post Comment