অমরেশ দত্ত, মানবাজার:
আগুন লেগে পুড়ে গেল একটি ট্রাক্টর। ঘটনাটি ঘটে মানবাজার ১ নং ব্লকের মানবাজার অঞ্চলের বাসুডি বুথের বড়গাজাড়ি গ্রামের সামনে। শনিবার গভীর রাত্রে ট্রাক্টরটি আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানবাজার থানার পুলিশ। ট্রাক্টরের মালিক সাগেন হেমব্রম জানান, রবিবার সকালে দেখি ট্রাক্টরটি আগুনে পুড়ে গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সম্ভবত গভীর রাত্রে ঘটনাটি ঘটেছে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। ইতিমধ্যে তদন্তে নেমেছে মানবাজার থানার পুলিশ।
Post Comment