নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
স্বল্প পরিকাঠামো। আর সেটুকু সম্বল করে ফের জটিল অস্ত্রোপচারে সাফল্য এলো পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে। অসাধ্য সাধন করলেন এখানকার চিকিৎসক ডাঃ পবন মন্ডল ও তাঁর সঙ্গীরা।
রোগীর নাম সঞ্জয় মাহাতো। বছর পঞ্চাশের ওই ব্যক্তির বাড়ি পুরুলিয়ার কাশিপুরের মনিহারা অঞ্চলের ইন্দ্রবিল গ্রামে। প্যানক্রিয়াটাইটিস থেকে দুটো হার্নিয়া হয়ে গিয়েছিল তাঁর। প্রচণ্ড পেট ব্যথায় ছটফট করতেন। চেন্নাইয়ের স্বনামধন্য বেসরকারি হাসপাতাল, টাটা মেন হাসপাতাল, রাঁচি রিমস, দুর্গাপুর- কোথায় না গিয়েছেন যন্ত্রণার উপশম করাতে। কলকাতার পিজি হাসপাতালে সঠিকভাবে চিকিৎসা হলেও অপারেশনের তারিখ পাচ্ছিলেন না কোনমতেই। ব্যাথায় কাতর ওই ব্যক্তি আসেন পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোরে। সেখানে শল্য চিকিৎসক পবন মন্ডলকে দেখান। ডাক্তারবাবু দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেন। স্বল্প ক্ষতে অস্ত্রোপচার সফল হয়। রোগী বলছেন, ” বহু জায়গায় গিয়েছি। কোথাও এই যন্ত্রণার সমাধান হয়নি। আমার কাছে প্রচুর টাকা চেয়েছিল অনেক হাসপাতাল। টাকা ছিলো না। যন্ত্রণা ছিলো৷ ডাক্তারবাবু আমাকে সেই যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছেন। “
গত বুধবার আড়াই ঘন্টার অপারেশন ছিলো। ডাঃ পবন মণ্ডল বলেন, ” অপারেশনের কাজটা অনেক জটিল ছিল। আমাদের টিম ওয়ার্ক এই সাফল্য এনে দিয়েছে। “
স্বল্প সাধ্যে আবার অসাধ্য সাধন হওয়ায় খুশি দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারিনটেনডেন্ট তথা ভাইস প্রিন্সিপাল সুকোমল বিষয়ী। তিনি বলেন, ” এই অপারেশনটি খুবই জটিল ছিল। চিকিৎসকরা দায়িত্ব নিয়ে এই কাজ করেছেন। তাঁদের অভিনন্দন জানাই।”
Post Comment