insta logo
Loading ...

সবুজ সাথীতে ঝলমলে পড়ুয়ারা

সবুজ সাথীতে ঝলমলে পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি,মানবাজার:

সবুজ সাথীতে ঝলমলে পড়ুয়ারা। প্রকল্পের নাম সবুজ সাথী। স্কুলে যাতায়াতের সুবিধার্থে রাজ্যের নবম শ্রেণীর পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল দেয় রাজ্য সরকার। সেই প্রকল্পে সোমবার পুরুলিয়ার মানবাজার ১ নং ব্লকের গোপালনগর আশুতোষ হাই স্কুলের ছাত্র- ছাত্রীদের সবুজ সাথীর সাইকেল তুলে দেওয়া হয়। মানবাজার ১ নং ব্লক চত্বরে আয়োজিত হয় অনুষ্ঠানটি। পড়ুয়াদের হাতে সবুজ সাথীর সাইকেল তুলে দেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু। মানবাজার ১ নং ব্লকের বিডিও দেবাশীষ ধর বলেন, “সোমবার ২১১টি সাইকেল ছাত্র ছাত্রীদের হাতে প্রদান করা হয়েছে। তার মধ্যে ছাত্র ১০৯জন ও ছাত্রী ১০২ জন।”

সবুজ সাথীর পরশ পেয়ে আপ্লূত ছাত্র ছাত্রীরা।

Post Comment