insta logo
Loading ...
×

পশুর রোগ নিরাময় শিখলো পড়ুয়ারা

পশুর রোগ নিরাময় শিখলো পড়ুয়ারা

বিশ্বজিৎ সিং সর্দার , আড়শা:

স্কুল পড়ুয়া বাচ্চাদের মধ্যে পশু পালন, গৃহপালিত পশুদের রোগ এবং রোগ নিরাময় বিষয়ে সচেতনতার বার্তা দেওয়ার লক্ষ্যে পশুপালন সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হলো আড়শার নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলে।বুধবার বিদ্যালয়ের কনফারেন্স হলে ওই কর্মসূচির পাশাপাশি আয়োজিত হয় ক্রেতা সুরক্ষা সচেতনতা মূলক কর্মসূচিও।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশু চিকিৎসক ডক্টর তুহিন বরণ অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন আড়শা নতুন সমন্বিত সরকারি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রিনা মুখার্জি, অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরা।

ওই স্কুলের টিচার ইনচার্জ রিনা মুখোপাধ্যায় বলেন, ” পশু পালন থেকে ক্রেতা সুরক্ষার বিষয়গুলিও লেখাপড়ারই অঙ্গ। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান পাঠক্রমের বাইরে গিয়েও হাতে কলমে শিক্ষা দিয়ে স্বনির্ভরতার পথ প্রশস্ত করার পাশাপাশি সামাজিক জীবনেও যাতে পড়ুয়ারা উপকৃত হয়, সর্বোপরি সচেতন হয় সেই লক্ষ্যে আমাদের বিভিন্ন কর্মসূচি নেয়।”

পুরুলিয়ার স্টেট অ্যানিমেল হেলথ সেন্টারের প্রাণী চিকিৎসক তুহিনবরণ অধিকারী বলেন, ” প্রাণী পালন নিয়ে ছাত্র-ছাত্রীরা যা কিছু শিখলো তা তাদেরকে অভিভাবকদের কাছে বললে এই কর্মসূচি সার্থক হবে। “

বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক কৌশিক বেরা বলেন, “প্রাণী পালন নিয়ে যা শিখল পড়ুয়ারা, যাতে তারা বাড়িতেও তা প্রয়োগ করতে পারে সেজন্যই এই কর্মসূচি। “

অর্থনীতির শিক্ষক সুদীপ দাস বলেন, ” পণ্য কিনতে গিয়ে যাতে পড়ুয়ারা ঠকে না যায়, তাই ক্রেতা সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক শিবির করা হয়।”

দুটি কর্মসূচি ঘিরে স্কুল পড়ুয়া বাচ্চাদের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায়।

Post Comment