নিজস্ব প্রতিনিধি, বরাবাজার : বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারালো নবম শ্রেণীর এক পড়ুয়া। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার – বরাবাজার সড়কের টকরিয়া মোড়ে। পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃতের নাম সুব্রত মাহাতো (১৪)। তার বাড়ি বরাবাজার থানার টকরিয়া গ্রামে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে , সোমবার রাতে রাস্তার পাশে হেঁটে যাওয়ার সময় অত্যন্ত দ্রুত গতিতে বেপরোয়াভাবে একটি মোটরবাইক এসে তাকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে সে। তাকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মৃত্যু হয় তার। ঘাতক মোটর বাইকটির তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Post Comment