নিজস্ব প্রতিনিধি, কেন্দা:
জঙ্গল থেকে ট্রলি সহ চুরি যাওয়া ট্রাক্টর উদ্ধার হল কেন্দায়। এই ঘটনায় সার্থক কর্মকার নামে একজনকে শুক্রবার রাতেই গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি পুঞ্চা থানার বাগদা গ্রামে।
শনিবার তাকে পুরুলিয়া আদালতে তোলা হলে তার তিন দিনের পুলিশ হেফাজত হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করেই রবিবার সন্ধ্যায় কেন্দা থানার পুলিশ ওই থানার দরোডি মোড়ের কাছ থেকে জঙ্গলে চুরি যাওয়া ট্রাক্টরটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে পানিপাথরের মোড় থেকে ওই ট্রাক্টর চুরি যায়। তারপরেই ট্রাক্টর মালিক তথা পানিপাথরের বাসিন্দা বিশ্বনাথ মাহাতো কেন্দা থানায় লিখিত অভিযোগ করেন। ধৃত বৃহস্পতিবার রাতে পানিপাথর মোড়ে একটি দোকানের সামনে আশ্রয় নিতে চেয়েছিল। এলাকার মানুষজন অচেনা হওয়ায় তাকে আশ্রয় না দেওয়ায় সে ক্ষোভে এই ঘটনা ঘটায় বলে পুলিশি তদন্তে উঠে আসে।









Post Comment