insta logo
Loading ...
×

স্বাধীনতা সংগ্রামীর মূর্তি উন্মোচন

স্বাধীনতা সংগ্রামীর মূর্তি উন্মোচন

অমরেশ দত্ত, মানবাজার:

উন্মোচিত হলো স্বাধীনতা সংগ্ৰামী আনন্দ মাহাতো’র স্মৃতি’র উদ্দেশ্যে আবক্ষ মুর্তির আবরণ । মানবাজার ১নং ব্লকের বামনী মাঝিহিড়া অঞ্চলের জনড়া গ্ৰামে। মূর্তি উন্মোচন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাতে জয়লাভ করে জনড়া ব্ল্যাক প্যান্থার ফুটবল দল। রানার্স আপ বরাবাজার গোল্ডেন স্টার ফুটবল দল। উপস্থিত ছিলেন শিক্ষক মন্মথনাথ মাহাতো, ফটিক চন্দ্র মাহাতো, বিশিষ্ট তীরন্দাজি প্রশিক্ষক গোপাল শবর, মানবাজার ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি, বামনি মাঝিহিড়া অঞ্চলের প্রধান জগৎ চন্দ্র মাহাতো ও এলাকার বিশিষ্ট গুণীজন সহ এলাকার ফুটবল প্রেমীরা।

Post Comment