নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান
পশ্চিমবঙ্গ স্কুল গেমসে উল্লেখযোগ্য সাফল্য পেল জঙ্গলমহলের কন্যা। সোনা পেয়ে বনমহলকে উজ্জ্বল করল স্কুল ছাত্রী। ৬৮তম পশ্চিমবঙ্গ স্কুল গেমস ২০২৪ প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪ বছর, ২৬ কেজি বিভাগে ক্যারাটে প্রতিযোগিতায় রাজ্যের মধ্যে প্রথম হয় পুরুলিয়ার বান্দোয়ানের স্কুল পড়ুয়া। বান্দোয়ান গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণীর ওই ছাত্রী বর্ষা সিংকে মঙ্গলবার পুরুলিয়া জেলা প্রশাসনের তরফে সম্বর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে ছিলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক ( উন্নয়ন) সুদীপ পাল, বান্দোয়ান গার্লস হাইস্কুলের টিচার ইনচার্জ সোমা পন্ডা। তিনি বলেন, “আমার স্কুলের পড়ুয়ার সাফল্যে আমি গর্বিত। ওকে দেখে এই জঙ্গলমহলের আরও অনেকেই উৎসাহিত হবে।” বর্ষার বাড়ি বান্দোয়ানের মধুবন গ্রামে। সে সপ্তম শ্রেণীর ছাত্রী।
কার্যত নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা বর্ষাদের। বাবা চাষাবাদ করে সংসার চালান। সেই পরিবারের মেয়ে স্কুল গেমসে উল্লেখযোগ্য সাফল্য পেয়ে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ওই স্কুল সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বরে জাতীয় স্তরের প্রতিযোগিতা হবে। বর্ষা বলে,” এই সাফল্যের পিছনে আমার পরিবারের যেমন ভূমিকা রয়েছে তেমনই স্কুলের। এখন আমার লক্ষ্য জাতীয় স্তরের প্রতিযোগিতা।” অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সুদীপ পাল জানান, ” আমাদের আশা বর্ষা জাতীয় স্তরেও সাফল্য পাবে। ওই পড়ুয়া আমাদের গর্ব।” স্কুল সূত্রে জানা গিয়েছে, পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়ার পরেই স্কুলের ছাত্রীবাসে থেকেই ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া শুরু করে সে। তারপর থেকে একের পর এক সাফল্য পেতে থাকে। আগেও রাজ্য স্তরে সাফল্য পায় বর্ষা। এদিনের অনুষ্ঠানে অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) ছাড়া হাজির ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক( মাধ্যমিক ) গৌতমকুমার মাল, জেলা শিক্ষা আধিকারিক কল্লোল বিশ্বাস ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী।
Post Comment