insta logo
Loading ...
×

ছবি তাঁর বোবা নয়, বিশেষ সক্ষম শিল্পীকে পুরস্কারে স্বীকৃতি রাজ্যের

ছবি তাঁর বোবা নয়, বিশেষ সক্ষম শিল্পীকে পুরস্কারে স্বীকৃতি রাজ্যের

বিশ্বজিৎ সিং সর্দার , বলরামপুর :

জন্ম থেকেই কথা বলতে পারেন না। পান না শুনতেও। কিন্তু রঙ-তুলির টানে যে অপরূপ ছবি তিনি এঁকে চলেন, সেই ছবি বাঙ্ময়। ছবি যেন জীবন্ত। অনর্গল কথা বলে চলে সেই বিশেষ ভাবে সক্ষম শিল্পীর হয়ে। গত ২রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবসে কলকাতার রোটারি সদনে তাঁকে পুরস্কৃত করল রাজ্য। শিল্পীর নাম অনির্বাণ পাঠক। বাড়ি পুরুলিয়া জেলার বলরামপুরের হাঁসপুর গ্রামে। বয়স মাত্র ২৫। তাঁর তুলির টানে বন্দী হয়েছেন বিভিন্ন মনীষী। ক্যানভাসে ফুটে উঠেছে সমাজের বিভিন্ন স্তরের খ্যাতনামা মানুষজন। আত্মপ্রতিকৃতিও এঁকেছেন তিনি। সে সব দেখে ভ্রম হবে যে এ ফটোগ্রাফি নাকি চিত্রকলা!

বিশেষভাবে সক্ষম যুবকের শিল্পকলা মুগ্ধতার অপর নাম। আর তাই প্রতিবন্ধী স্বশক্তিকরণ সম্মান তাঁর হাতে তুলে দিল রাজ্য সরকার। অনির্বাণকে রাজ্য সরকার পুরস্কৃত করায় খুশি তার পরিবার। ভীষণ খুশি শিল্পী নিজেও। বাবা রবীন্দ্রনাথ পাঠক জানান, ” অনির্বান ছোটোবেলা থেকে আঁকতে ভালোবাসে। তার শিল্পকলার শিক্ষা মানভূম মূকবধির শিক্ষা প্রতিষ্ঠান থেকে।”
শিল্পীর বাড়িতে এসে তাঁকে সম্বর্ধনা জানালেন বলরামপুরের বিডিও সৌগত চৌধুরি । তিনি বলেন, “অনির্বাণ বাবুর পুরস্কার প্রাপ্তিতে আমরা গর্বিত। তার আঁকা সত্যি কথা বলে। “

Post Comment