নিজস্ব প্রতিনিধি , বান্দোয়ান :
রাস্তার মেরামতের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করল বান্দোয়ানের বড়ডি গ্রামের বাসিন্দারা। সোমবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ান – মানবাজার রাজ্যে সড়কের বান্দোয়ান বড়ডি মোড়ে। অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাস্তায়। বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় যান চলাচল। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বান্দোয়ান থানার পুলিশ। আসেন বান্দোয়ান ব্লকের আধিকারিকেরা। দীর্ঘক্ষণ পথ অবরোধকারীদের সাথে কথা বলেন তারা। সকলের আশ্বাসে শেষ পর্যন্ত পাঁচ ঘণ্টা পর অবরোধ তুলে নেন অবরোধকারীরা।
Post Comment