তাপস কুইরি, ঝালদা :
যানজট নিয়ে প্রতিযোগিতা হলে ঝালদার পুরস্কার নাকি বাঁধা। সেই জট থেকে কিছুটা হলেও রেহাই দিতে এগিয়ে এলো ঝালদা থানা এগিয়ে এলো হাট কর্তৃপক্ষ। মঙ্গলবার ঝালদা থানা সূত্রে জানা যায় পুলিশের পক্ষ থেকে ঝালদা হাট কর্তৃপক্ষকে প্রস্তাব দেওয়া হয় রাস্তার পশে মোটরসাইকেল সাইকেল না রাখার। সেই প্রস্তাব মেনে মঙ্গলবার থেকে ঝালদা শহরের সাপ্তাহিক হাটে হাট কর্তৃপক্ষের তরফে মোটরসাইকেল স্ট্যান্ড চালু হয়েছে। লোকজন যাতে রাস্তার পাশে মোটরসাইকেল বা সাইকেল না রেখে সেই স্ট্যান্ডে রাখেন সে কথা হেল্প ডেস্ক থেকে মাইকে প্রচার করা হচ্ছে।
এই বিষয়ে তৃণমূল নেতা যুধিষ্টির মাহাতো ও স্থানীয় বুদ্ধেশ্বর মাহাতো জানান, “প্রশাসন ও হাট কর্তৃপক্ষের উদ্যোগটা ভালো কিন্তু শুধু প্রচার করলেই হবে না, প্রশাসনকে আরও সজাগ থাকতে হবে। কারণ এতো প্রচারের পরেও দেখা যাচ্ছে রাস্তার পাশেমোটরসাইকেল ও সাইকেল দাড়করিয়ে কেনাকাটা করছে ক্রেতারা। এমন চললে মনে হয় কোনোদিন সমস্যা মিটবে না। তাই প্রশাসনের সাথে সাথে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
Post Comment