দেবীলাল মাহাত, কেন্দা:
বসন্ত উৎসব পালিত হল সীতারাম মাহাত মেমোরিয়াল কলেজে। বৃহস্পতিবার এই উৎসবের সূচনা করেন কলেজের অধ্যক্ষ দেবোপম রাহা। কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী সহ ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠানটি ছিল জমজমাট। ভেষজ আবির খেলায় মেতে ওঠেন সকলে। কলেজের অধ্যক্ষ দেবোপম রাহা জানান, প্রতি বছরের মতো এবছরও কলেজে বসন্ত উৎসব পালন করা হয়েছে। কলেজের জাতীয় সেবা প্রকল্পের ছাত্র-ছাত্রীরা এবছর পরিবেশ বান্ধব ভেষজ আবির তৈরি করেন।
Post Comment