নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
অসাধুরা সাবধান! পুরুলিয়া শহরকে মুড়ে ফেলা হচ্ছে সিসি ক্যামেরায়। পরের মাস থেকেই শুরু হবে কাজ। জেলা পুলিশ নিচ্ছে এমন উদ্যোগ। এতে আইন-শৃঙ্খলা রক্ষার যেমন উন্নতি হবে, তেমনই হবে অপরাধ দমন। যানজট সমস্যারও মোকাবিলা করা সহজ হবে। পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে এই শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ৫৬ টি ক্যামেরা বসানো হবে। ধাপে ধাপে ক্যামেরার জালে আড়ে বহরে বাড়তে থাকা শহরকে মুড়ে ফেলা হবে। শুধু পুরুলিয়া শহর নয়। এই জেলার বেশ কয়েকটি থানা সদরেও থাকবে পুলিশের তৃতীয় নয়নের নজরদারি। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “কোথায় কোথায় প্রাথমিক পর্যায়ে ক্যামেরা বসানো হবে তা ঠিক হয়েছে। তবে শহর ছাড়াও জেলার কয়েকটি থানা এলাকাতে ওই ক্যামেরা বসানো হবে। সবে মিলিয়ে প্রথম ধাপে সংখ্যাটা প্রায় ৫০০।”
২০১৭-১৮ অর্থবছরে জঙ্গলমহলের জেলাগুলির ঝাড়খন্ড সীমানা সহ অতীতের মাও রেড করিডর এলাকায় সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছিল পুলিশ। বিভিন্ন কারণে তা সামগ্রিকভাবে কার্যকর হয়নি। তবে পুরুলিয়ার ঝাড়খন্ড সীমানায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। নজরদারিও চলছে ২৪ ঘন্টা।
জেলা পুলিশের এই উদ্যোগে সামিল হচ্ছে পুরুলিয়া পুরসভাও। পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, ” শহর বাড়ছে। নিরাপত্তা ও সুরক্ষায় সিসি ক্যামেরা ভীষণ প্রয়োজন।”
Post Comment