অমরেশ দত্ত, মানবাজার:
অসুস্থ পরীক্ষার্থী প্রমীলা মাহাতোকে উৎসাহিত করতে বিশেষ সংবর্ধনা জানান হল। মানসিক জেদের জোরে হাসপাতালের বেডে বসেই সোমবার পরীক্ষা দিয়েছিলো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী প্রমিলা মাহাতো।মানবাজারের গোপালনগর আশুতোষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী প্রমিলা মাহাত শারীরিক অসুস্থতার কারণে রবিবার মানবাজার গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। সোমবার কিছুটা সুস্থ বোধ করলে, হাসপাতালের বেডেই পরীক্ষা দেয় প্রমিলা। হাসপাতালে চিকিৎসাধীন প্রমীলা মাহাতোকে মঙ্গলবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হলো। এদিন সংস্থার পক্ষ থেকে প্রমীলা মাহাতোর হাতে পুষ্পস্তবক, মিষ্টির প্যাকেট ও জলের বোতল তুলে দেওয়া হয়।
Post Comment