insta logo
Loading ...
×

ভূমিজ সমাজের উন্নয়নে বিশেষ বৈঠক পুরুলিয়ায়

ভূমিজ সমাজের উন্নয়নে বিশেষ বৈঠক পুরুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি ,পুরুলিয়া

রাজ্যের ভূমিজ সমাজের বার্ষিক বৈঠক মঙ্গলবার পুরুলিয়া জেলা পরিষদ সভাঘরে অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ভূমিজ ডেভেলপমেন্ট বোর্ডের নতুন চেয়ারম্যান ও মেদিনীপুর ডিভিশনাল কমিশনার, পুরুলিয়ার জেলাশাসক, এসডিএম, বিসিডব্লিউ দপ্তরের কর্তা-ব্যক্তিরা এবং জেলার বিভিন্ন ব্লক ও সংগঠনের প্রায় ২৫০ জন প্রতিনিধি।

ভূমিজ ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান রামপদ সিং সর্দার জানান, এদিনের বৈঠকে ভূমিজ সমাজের সার্বিক পরিচালনা, চলমান প্রকল্প, এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভাষা, সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রে ভূমি সমাজের ঐতিহ্য টিকিয়ে রেখে আরও উন্নত করার রূপরেখাও গঠন করা হয়।

তিনি বলেন, “আজকের বার্ষিক মিটিং-এ নতুন চেয়ারম্যান গোদালা কিরণ কুমারের নেতৃত্বে ভূমিজ সমাজের বিভিন্ন কাজের অগ্রগতি, ভবিষ্যতের উন্নয়ন এবং সমাজের ভাষা-সংস্কৃতি রক্ষার পথনির্দেশ নিয়ে গভীর আলোচনা হয়েছে।”
দু’দিনের পুরুলিয়া সফরে আসা ভূমিজ ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আগামীকাল জেলার বিভিন্ন গ্রামের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখবেন।
পরিদর্শনসূচি অনুযায়ী—
ঝালদার হুড়া দিয়ে ইলু, খামার, কালীমাটি সহ বাঘমুন্ডির একাধিক গ্রাম।
তারপর বলরামপুরে হাড়শালী প্রকল্প পরিদর্শন। হারসালি উন্নয়নকাজের অগ্রগতি খতিয়ে দেখে তিনি কলকাতায় ফিরে যাবেন।

Post Comment