অমরেশ দত্ত, মানবাজার:
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো মানবাজার ১ নং ব্লক প্রশাসন ও বিশরী গ্রাম পঞ্চায়েত। সোমবার কলম দিয়ে তাঁরা উৎসাহিত করলেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের। বিশরী আঞ্চলিক পিডিজিএম হাইস্কুলে পরীক্ষার্থীদের কলম দেওয়া হলো। বিশেষ উপহার পেয়ে খুশি পরীক্ষার্থীরা। উপস্থিত ছিলেন মানবাজার ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর, যুগ্ম আধিকারিক ধনঞ্জয় কুমার, মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র, বিশরী গ্রাম পঞ্চায়েত প্রধান সজ্জিতা বেশরা সহ বিশিষ্টজনেরা।











Post Comment