insta logo
Loading ...
×

দেবেন মাহাতোর নামে ডাক বিভাগের বিশেষ খাম

দেবেন মাহাতোর নামে ডাক বিভাগের বিশেষ খাম

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

পুরুলিয়ার বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন সাংসদ তথা পুরুলিয়ার রূপকার বলে পরিচিত স্বর্গীয় দেবেন্দ্রনাথ মাহাতোর নামে বিশেষ এনভেলপ (খাম) প্রকাশ করল ডাক বিভাগ। শুক্রবার পুরুলিয়া জেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে এই এনভেলপ জন সমক্ষে আনা হয়। উপস্থিত ছিলেন স্বর্গীয় সাংসদের পুত্র তথা বাঘমুণ্ডি বিধানসভার প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

পোস্ট মাস্টার জেনারেল ঋজু গাঙ্গুলি বলেন, “পুরুলিয়ার স্বর্ণ সন্তান দেবেন্দ্রনাথ মাহাতোকে সম্মান জানাতে পেরে ডাকবিভাগের অসম্পূর্ণতা দূর হলো। তাঁর মতো ব্যক্তি সমাজের অনুপ্রেরণা। তাঁকে সম্মান জানিয়ে ডাক বিভাগ বলতে চাইছে, ব্যবসায়িক উদ্দেশ্য নয়, ডাক বিভাগ জনসেবার উদ্দেশ্যে পরিচালিত। ” প্রয়াত সাংসদের পুত্র নেপাল মাহাতো বলেন, “ডাক বিভাগের উদ্যোগকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

গত বছর পদ্মশ্রী গম্ভীর সিং মুড়ার নামে ডাক টিকিট প্রকাশিত করেছিল ডাক বিভাগ। আর এবার প্রয়াত সাংসদ দেবেন মাহাতোর নামে স্পেশাল কভার প্রকাশিত হলো।

পুরুলিয়া ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট নির্মল চন্দ্র সোরেন বলেন, ” প্রয়াত সাংসদ দেবেন মাহাতোকে ঘিরে পুরুলিয়ার মানুষজনের একটা আবেগ রয়েছে। তাই আমরা তার পরিবারের অনুমতি নিয়ে স্পেশাল কভার প্রকাশ করলাম।”

Post Comment