নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
বিজ্ঞানের মাধ্যমে যুক্তিবাদী চিন্তা ও মহাকাশ সম্পর্কে সাধারণের আগ্রহ বাড়াতে গত ৮ ও ৯ নভেম্বর রঘুনাথপুর শহরে অনুষ্ঠিত হল জ্যোতির্বিদ্যা ও টেলিস্কোপ বিষয়ক দুই দিনের জোনাল কর্মশালা। এই গুরুত্বপূর্ণ উদ্যোগের আয়োজন করে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি পশ্চিমবঙ্গ রাজ্য শাখা।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলার সংগঠক ও কর্মীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
প্রথম দিনের কর্মসূচি হয় রঘুনাথপুর হাই স্কুলে। বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা সেশনে অংশগ্রহণকারীরা শিখেছে মহাকাশের মৌলিক ধারণা, খালি চোখে নক্ষত্রপুঞ্জ চেনা, এবং টেলিস্কোপ ব্যবহারের পদ্ধতি। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর সিটি কলেজের অধ্যাপক ও মহাকাশ গবেষক ড. সব্যসাচী পাল এবং সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুশান্ত কুমার মণ্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক ও আসানসোল বিসি কলেজের অধ্যাপক ড. তপন শী, রাজ্য সহ-সম্পাদক স্বদেশ প্রিয় মাহাত, পুরুলিয়া জেলা সভাপতি প্রহ্লাদ মাহাত, এবং রঘুনাথপুর হাই স্কুলের প্রধান শিক্ষক ও জেলা সহ-সভাপতি তাপস কুমার দত্ত।
দ্বিতীয় দিন সকালে জয়চন্ডী পাহাড়ের পাদদেশে অনুষ্ঠিত হয় সৌর পর্যবেক্ষণ সেশন। সেখানে অংশগ্রহণকারীরা টেলিস্কোপের মাধ্যমে সৌর কলঙ্ক পর্যবেক্ষণের প্রশিক্ষণ নেয়। স্থানীয় ছাত্র-ছাত্রীদের সঙ্গে সাধারণ মানুষও উৎসাহভরে অংশ নেন ও প্রথমবারের মতো সূর্য ও গ্রহ-নক্ষত্র টেলিস্কোপে দেখে মুগ্ধ হন।
সংগঠনের রাজ্য সম্পাদক ড. তপন শী বলেন,“আমরা শুধু মহাকাশ জ্ঞান নয়, বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী সমাজ গড়ে তুলতেই এমন কর্মসূচি করি। আমাদের লক্ষ্য—যে কেউ যেন টেলিস্কোপ ব্যবহার করে নিজেই আকাশকে চিনতে পারে।”
এই কর্মশালার মাধ্যমে বিজ্ঞানপ্রেমী তরুণ প্রজন্মের মধ্যে মহাকাশচর্চা ও যুক্তিবাদী মননের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে রঘুনাথপুরে।








Post Comment