সুজয় দত্ত, পুরুলিয়া :
দক্ষিণ পূর্ব রেলের মুকুটে নতুন পালক। যাত্রীবাহী ট্রেনের লেটযাত্রা নিয়ে যতই অভিযোগ থাক মাল বয়ে নয়া রেকর্ড গড়ল দক্ষিণ পূর্ব রেলওয়ে। প্রেস বিজ্ঞপ্তি জারি করে নিজেদের কৃতিত্বের কথা জানিয়ে দিয়েছেন রেল কর্তারা। জানা গেছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে ২০২৪-২৫ অর্থবছরে ২০০ মিলিয়ন টন মালবহনের সীমা পার করেছে।

ভারতীয় রেলওয়ের পণ্য পরিবহনে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক বলে ঘোষণা করেছে রেল। চলতি অর্থবছরে দক্ষিণ-পূর্ব রেলওয়ে এখনও পর্যন্ত ২০৪ মিলিয়ন টন পণ্য পরিবহন করে ফেলেছে। দক্ষিণ-পূর্ব রেলওয়ের চারটি বিভাগই এই মালবাহী পরিবহনে রেখেছে উল্লেখযোগ্য অবদান। পণ্য পরিবহন করার ক্ষেত্রে চক্রধরপুর বিভাগ প্রথম স্থানে। এখনও পর্যন্ত ১৪৮.৬ মিলিয়ন টন পণ্য পরিবহন করেছে ডিভিশনটি।দ্বিতীয় স্থানে রয়েছে আদ্রা ডিভিশন। ২৭.৭ মিলিয়ন টন পণ্য পরিবহন করা হয়েছে এই ডিভিশনে। খড়গপুর বিভাগ ২৪.৩ মিলিয়ন টন পণ্য পরিবহন করে তৃতীয় স্থানে এবং রাঁচি ডিভিশন ৩.৩ মিলিয়ন টন পণ্য লোড করেছে। ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চের এ সময় পর্যন্ত পণ্যবাহী ট্রেন বা মালগাড়িতে পণ্য পরিবহন থেকে রাজস্ব আয় হয়েছে ১৮,৩৫৯ কোটি ৩৮ লক্ষ টাকা বলে জানিয়েছে রেল।
Post Comment