insta logo
Loading ...
×

শ্বশুর বাড়িতে মৃত্যু জামাইয়ের! ঘটনার তদন্তে পুলিশ

শ্বশুর বাড়িতে মৃত্যু জামাইয়ের! ঘটনার তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি ,আড়শা:

শ্বশুর বাড়িতে মৃত্যু জামাইয়ের! গাছে ঝুলন্ত দেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো আড়শা থানার অন্তর্গত ঝুঁঝকা গ্রামে। মৃত ব্যক্তির নাম শুকদেব মাহাতো(৩২)। তাঁর বাড়ি মানবাজার থানার গোপালনগরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে শুকদেব এসেছিল তার শ্বশুর বাড়ি আড়শা থানার ঝুঁঝকা গ্রামে। শনিবার সকাল বেলা এই গ্রামের অদূরে গ্রামবাসীরা গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে এসে পৌঁছায় আড়শা থানার পুলিশ। এবং দেহটি উদ্ধার করে নিয়ে আসে সিরকাবাদ হাসপাতালে। সেখানে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার জেরে মানসিক আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়েন মৃত ব্যক্তির স্ত্রী। তাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কী কারণে এই ঘটনা ঘটল এখনও জানা যায়নি। ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে আড়শা থানার পুলিশ।

Post Comment