নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
গুটখা খাওয়ার টাকা চেয়েছিল ছেলে। আর বাপের কাছ থেকে সেই টাকা না পেয়ে বৃদ্ধ বাবাকে ভারি রড দিয়ে পেটালো তার নিজের ছেলে। ঘটনা বুধবার সকালে পুরুলিয়ার বরাবাজারের ডুমুরডি গ্রামে। গুণধর ছেলের বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন রক্তাক্ত বাবা ৯৪ বছরের মহাদেব ত্রিপাঠী। পুলিশ জানিয়েছে বাসিন্দা বছর র অভিযোগের প্রেক্ষিতে বৃদ্ধের পুত্র কিশোর কুমার ত্রিপাঠীর বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Post Comment