insta logo
Loading ...
×

মাকে খুনের চেষ্টা, গ্রেফতার ‘গুণধর’ ছেলে

মাকে খুনের চেষ্টা, গ্রেফতার ‘গুণধর’ ছেলে

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া :

যে মা ১০ মাস ধরেছিল গর্ভে, দিয়েছিল জন্ম, হাত ধরে চলতে শিখিয়েছিল, সেই মাকে খুনের চেষ্টা। অভিযুক্ত ছেলে গ্রেফতার নিতুড়িয়া থানার পুলিশের হাতে। ধৃতের নাম হিমাংশু মাহাত। এই থানার লখিয়াবাইদ গ্রামে তার বাড়ি।
মা উমারানি মাহাত নিজের বড় ছেলের নামে অভিযোগ দায়ের করে পুলিশকে জানান, তিন মাস ধরে নেশাগ্রস্ত অবস্থায় তার উপর নির্যাতন চালাচ্ছে বড় ছেলে হিমাংশু। বুধবার রাতে লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তার উপর চড়াও হয় ছেলে। বরাত জোরে তিনি প্রাণে বাঁচলেও জখম হন। প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে এলে হিমাংশু সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার অভিযোগের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। শুক্রবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।

Post Comment