নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
ফের হাটের দিনে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই। আড়শার কাঁটাডির পর এবার কাশিপুর। বৃহস্পতিবার দিনের আলোয় ব্যবসায়ীর চোখে ধুলো দিয়ে একটি স্বর্ণালঙ্কারের দোকান থেকে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার সোনা-রুপোর অলংকার ভর্তি দুটি ব্যাগ উধাও করে দিল দুই বাইক আরোহী দুষ্কৃতী। ঘটনায় স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কাশিপুরে।
দোকান মালিক তপন দত্ত জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও দোকান খুলে তিনি সামনেই জল আনতে গিয়েছিলেন। সেই সুযোগে মুহূর্তের মধ্যেই এক মোটরবাইকে চেপে আসে দুই দুষ্কৃতী। তার মধ্যে একজন বাইক থেকে নেমে সোজা দোকানে ঢুকে যায়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই দুটি ব্যাগ তুলে নিয়ে সঙ্গীর বাইকে চেপে সটকে পড়ে।
দোকানমালিকের দাবি, ওই ব্যাগ দুটিতে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার সোনা ও রূপার অলংকার ছিল। খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বাইক ও দুষ্কৃতীদের গতিবিধি বিশ্লেষণ করা হচ্ছে।
মাত্র তিন দিনের ব্যবধানে এটি জেলায় দ্বিতীয় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে সংঘটিত ছিনতাই। গত সোমবার সন্ধ্যায় আড়শা থানার কাঁটাডি এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকার নগদ ও অলংকার ছিনতাই করেছিল দুই বাইকচালক দুষ্কৃতী। বাধা দিতে গেলে তাঁকে রাস্তায় কিছুটা দূর পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যায় তারা। গুরুতর জখম হয়েছিলেন তিনি।
দুটি ছিনতাইয়ের ঘটনাতেই মিল রয়েছে একাধিক জায়গায়। দুই জায়গাতেই হাটের দিন টার্গেট করা হয়েছে। এসময় জনসমাগম থাকে সর্বাধিক, ফলে পুলিশের নজরদারি কিছুটা শিথিল থাকে। ঠিক সেই সময়কেই টার্গেট করছে দুষ্কৃতীরা — এমনই অনুমান তদন্তকারীদের।










Post Comment