অমরেশ দত্ত, মানবাজার : বিষধর গোখরা সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মানবাজার এক নম্বর ব্লকের ধানারা অঞ্চলের বামুনডিহা গ্রামে। বৃহস্পতিবার এলাকার হরি মন্দিরের ভেতরে সাপটিকে দেখতে পান স্থানীয় মানুষজন। তৎক্ষণাৎ তারা খবর দেন বনদপ্তরে। খবর পেয়ে মানবাজার রেঞ্জের বনদপ্তরের কর্মীরা বামুনডিহা গ্রামের হরি মন্দিরের ভিতর থেকে গোখরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্বাস্থ্য পরীক্ষার পর সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।
Post Comment