insta logo
Loading ...
×

শিশু দিবসে স্মার্ট ক্লাসরুম হুড়ায়

শিশু দিবসে স্মার্ট ক্লাসরুম হুড়ায়

অমরেশ দত্ত, হুড়া:

প্রতিটি শিক্ষার্থীর সৃজনশীল ও আধ্যাত্মিক বিকাশের জন্য প্রয়োজন পূর্ণাঙ্গ ও পদ্ধতিগত অধ্যয়ন ও নিয়মানুবর্তিতা। আর এই লক্ষ্যকে সামনে রেখেই শিক্ষার্থীদের জন্য হুড়া ব্লকের অন্তর্গত হিজুলি হাইস্কুলে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন হলো। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে শিশু দিবস
উপলক্ষ্যে পন্ডিত জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। ফিতে কেটে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করেন হুড়ার বিডিও আরিকুল ইসলাম আনসারি। উপস্থিত ছিলেন হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দিপালী মাহাতো, হুড়া ১ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভদীপ পরামানিক, দলদলি গ্রামপঞ্চায়েত প্রধান আলোমনি মাহাতো সহ বিশিষ্টজনেরা। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ মাহাতো বলেন, “স্মার্ট ক্লাসরুমের সূচনার মধ্য দিয়ে আমাদের মূল লক্ষ্য প্রত্যেকের মৌলিক শিক্ষাদান ও সর্বাঙ্গীন বিকাশ সাধন।”

Post Comment