insta logo
Loading ...
×

মানবাজার-পুরুলিয়া রাজ্য সড়ক সম্প্রসারণে সমস্যায় ক্ষুদ্র ব্যবসায়ীরা

মানবাজার-পুরুলিয়া রাজ্য সড়ক সম্প্রসারণে সমস্যায় ক্ষুদ্র ব্যবসায়ীরা

অমরেশ দত্ত, মানবাজার:


রাস্তা সম্প্রসারণকে ঘিরে মানবাজার এলাকায় সমস্যায় পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। মানবাজার- পুরুলিয়া রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে শীঘ্রই। আর তাতেই রুটি-রোজগার হারানোর আশঙ্কা করছেন ওই রাস্তার পাশে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীরা। কারণ পূর্ত দপ্তর জানিয়ে দিয়েছে, যারা সরকারি জমি দখল করে ব্যবসা করছেন তাদেরকে অবিলম্বে উঠে যেতে হবে। কারণ পূর্ত দপ্তর সরকারি জমিতেই রাজ্য সড়কের সম্প্রসারণের কাজ করছে।


আর এতেই ঝামেলা বেঁধেছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা জানিয়ে দিয়েছেন, বিকল্প ব্যবস্থায় তাদের পুনর্বাসন না করলে সমস্যায় পড়ে যাবেন তারা। তবে এই পুনর্বাসনের বিষয়ে কোন কথা বলেনি পূর্ত দপ্তর। মানবাজার ১ ব্লকের বিডিও দেবাশীষ ধর বলেন,” সরকারি জমির ওপরেই সড়ক সম্প্রসারণের কাজ চলছে। এই বিষয়টি পূর্ত দপ্তর দেখছে। তারা এই বিষয়টি বলতে পারবেন।
আমরা এই বিষয়ে যে অভিযোগ পেয়েছি তা যথাস্থানে পাঠিয়ে দিয়েছি।”

এই রাস্তা সম্প্রসারণ হলে সেভাবে যানজট হবে না।
ফলে সময় কমে যাবে। ফলে এই রাস্তা সম্প্রসারণের উদ্যোগে বহু মানুষই খুশি। কিন্তু রাস্তার দুপাশে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের রুজি- রোজগারের প্রশ্নে তাদের আশঙ্কা বাড়ছে। পূর্ত দপ্তরের মানবাজার হাইওয়ে সাব ডিভিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার গৌতম হাজরা বলেন, ” সরকারি জমির ওপর রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। কাজ শুরু হওয়ার আগেই পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল সরকারি জমি দখল করে যারা রয়েছেন তারা দ্রুত উঠে যান। পুনর্বাসনের যে বিষয়টি আসছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাবো। ” ক্ষুদ্র ব্যবসায়ী মন্টু লোহার বলেন, ” আমাদের জন্য বিকল্প ব্যবস্থা না করলে আমরা অথৈ জলে পড়ে যাব। ওই সড়কের দু’পাশে এতদিন ধরে আমাদের ব্যবসা চলছে। তা বন্ধ হয়ে গেলে সংসার চালাবো কি করে? এটা প্রশাসন তথা সরকারকে বুঝতে হবে। তাই সড়ক সম্প্রসারণ-র মধ্য দিয়ে এলাকার উন্নয়ন হোক। কিন্তু প্রশাসনকে আমাদের পুনর্বাসনের বিষয়টিও ভাবতে হবে।” পূর্ত দফতর সূত্রে জানানো হয়েছে, যেহেতু রাস্তার কাজ চলছে তাই এই সময় ধীর গতিতে যানবাহন চালাতে হবে। যাতে কোনরকম অঘটন না ঘটে।

Post Comment