insta logo
Loading ...
×

৭০এ ৭০, তবু ডাক নেই ইন্টারভিউতে, আন্দোলনে মুখর পুরুলিয়া

৭০এ ৭০, তবু ডাক নেই ইন্টারভিউতে, আন্দোলনে মুখর পুরুলিয়া

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনলনে শিক্ষক নিয়োগে দুর্নীতি, অস্বচ্ছতা ও বৈষম্যের অভিযোগ ফের উত্তাল করল পুরুলিয়াকে। শুক্রবার জেলা শিক্ষা দপ্তরের সামনে ফেটে পড়ল নতুন চাকরিপ্রার্থীদের ক্ষোভ।
পুরুলিয়া জেলা এসএলএসটি ফ্রেসার্স ঐক্যমঞ্চের ডাকে কর্মসূচিতে ভিড় জমালেন বহু প্রার্থী।

ব্যানার-পোস্টার হাতে এদিন শহরের রাস্তায় মিছিল করেন তারা। পরে দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয় জেলাশাসকের দপ্তরে।
নতুন চাকরিপ্রার্থীদের অভিযোগ
লিখিত পরীক্ষায় ৭০-এর মধ্যে ৭০ নম্বর পাওয়া সত্ত্বেও তাঁদের ইন্টারভিউতে ডাক দেওয়া হয়নি। তালিকা থেকে ‘ইচ্ছাকৃতভাবে’ বাদ দেওয়া হয়েছে বহু যোগ্য প্রার্থীকে। অপর দিকে পুরোনো চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ-এর আগেই অভিজ্ঞতার অজুহাতে ১০ নম্বর পর্যন্ত বাড়তি মার্কস যোগ করা হয়েছে। এতে সম্পূর্ণ প্রক্রিয়াই হয়ে উঠেছে বৈষম্যমূলক ও একপেশে। নিয়োগে সমান সুযোগ, স্বচ্ছতা ও ন্যায্যতার দাবিতেই রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা।
আন্দোলনকারী নারায়ণী কুমার বলেন, “আমরা পুরো নম্বর পেয়েছি লিখিত পরীক্ষায়। তবুও ইন্টারভিউতে ডাকই এল না। এটা কী ভাবে সম্ভব? অভিজ্ঞতার নামে আগেই পুরোনো প্রার্থীদের বাড়তি নম্বর দিয়ে সুবিধা করে দেওয়া হয়েছে। আমরা সমান সুযোগ চাই—বৈষম্য নয়। ন্যায্য সুযোগ পাওয়ার জন্যই আজ রাস্তায় নেমেছি।”

Post Comment