সঞ্জয় চৌধুরী, বরাবাজার :
একসময় বরাবাজার ব্লকের সিন্দিরী স্বাস্থ্যকেন্দ্র মানুষজনকে খুব ভালো চিকিৎসা পরিষেবা দিলেও মাঝে কোন অজ্ঞাত কারণে দুর্বল হয়ে গিয়েছিল পরিষেবা। এলাকার মানুষজনের চিকিৎসার একমাত্র ভরসা সিন্দরী গ্রাম থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। প্রচণ্ড অসুবিধায় পড়তে হতো বাসিন্দাদের। পুনরায় আবার নতুন ভাবে নতুন রূপে সিন্দরী স্বাস্থ্য কেন্দ্রতে চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে। ২৪ ঘন্টা খোলা রয়েছে জরুরি বিভাগ। রয়েছে সমস্ত প্রয়োজনীয় সমস্ত ওষুধ। এমনকি রয়েছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও।
সম্প্রতি দুজন গর্ভবতী সিন্দরী স্বাস্থ্যকেন্দ্রে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন। বরাবাজারের কুদলুং গ্রামের সন্তোষী মাহাতো ও মানবাজার ১ নং ব্লকের মহড়া গ্রামের ভারতী মান্ডি। এই দুজনেরই প্রসব করানো হয় সিন্দরী স্বাস্থ্যকেন্দ্রে। প্রসবের পর দুই মা ও দুই শিশু সুস্থ আছে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক।
সদ্য জননী হওয়া সন্তোষী মাহাতো বলেন, আগে এতটা পরিষেবা পাওয়া যেত না। কিন্তু এখন হসপিটালে সমস্ত পরিষেবা পাওয়া যাচ্ছে । খুব ভালো চিকিৎসা করছেন ডাক্তার বাবুরা। আমাদের কোন রকম অসুবিধা হতে দেননি।
নতুন বছরে এর থেকে বড়ো উপহার আর কী হতে পারে, বলছেন সিন্দরীর মানুষজন।
Post Comment