নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
‘রজতজয়ন্তী’ উৎসব শুরু হল কাশিপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে। শুক্রবার,কলেজ প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ পবিত্র কুমার চক্রবর্তী। সূচনা পর্বে কলেজ প্রাঙ্গণে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন ও কলেজের বার্ষিক সাহিত্য পত্রিকা প্রকাশিত করা হয়। পাশাপাশি এদিন কলেজের নবাগত ছাত্র ছাত্রীদের স্মারক দিয়ে বরণ করা হয়। উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ সুব্রত দুয়ারি, ব্লক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক অসীমা মই, রঘুনাথপুর কলেজের অধ্যক্ষ ডঃ ফাল্গুনী মুখোপাধ্যায় প্রমুখ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ সুব্রত দুয়ারি জানান, “রজতজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে কলেজে দু’দিন ধরে হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন কলেজের ইতিহাস বিভাগের ছাত্র দেবজিৎ বাস্কের ছৌনৃত্য প্রদর্শন সকলের প্রশংসা লাভ করে।”










Post Comment