অমরেশ দত্ত, মানবাজার:
সাড়ম্বরে উদযাপিত হলো মানবাজারের স্বপন সুব্রত হাইস্কুলের রজত জয়ন্তী উৎসব। শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে সারা শহর পরিক্রমা করে।২৫ বছরে পা দিল এই বিদ্যালয়। দীর্ঘ যাত্রাপথে নানা গর্ব এবং উৎকর্ষতা স্পর্শ করে থাকার স্মৃতি জড়িয়ে রয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে। বর্ণময় কর্মসূচির মধ্য দিয়ে জমকালো আয়োজনে নাচ গানে মনমুগ্ধকর পরিবেশনায় উদযাপিত হল দিনটি।অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু। এদিনের অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।











Post Comment