নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
অনলাইনে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল সিধো কানহু বিরসা বিশ্ববিদ্যালয়। ৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে অনলাইনে ভর্তির আবেদনের প্রক্রিয়া। চলবে এই গোটা ডিসেম্বর মাস জুড়ে। পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে চলছে ভর্তি। এমন বিজ্ঞপ্তি জারি করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নচিকেতা বন্দ্যোপাধ্যায়। সার্টিফিকেট কোর্সের সময়সীমা ৬ মাস, ডিপ্লোমা কোর্স ১ বছর ও ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সের সময়সীমা দেড় বছর।
কুড়মালি, সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ, পাবলিক হেলথ, ট্রাইবাল ডেভেলপমেন্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফিলজফিক্যাল কাউন্সেলিং, ওম্যান স্টাডিজ বিষয়গুলি নিয়ে পড়া যাবে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স।

পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশাল ওয়ার্ক, সাইকোলজিক্যাল কাউন্সেলিং অ্যান্ড গাইডেন্স– এই বিষয়গুলো নিয়ে পড়া যাবে পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট কোর্স।
এছাড়া অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি, ওয়েব অ্যান্ড ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, সান্থালি স্ক্রিপ্টোগ্রাফি বিষয়গুলোতে আছে সার্টিফিকেট কোর্স৷ ইনকামট্যাক্স প্রসিডিওর, জিএসটি বিষয়ে সার্টিফিকেট ও ডিপ্লোমা দুইই করা যেতে পারে। আর রয়েছে ছৌ,ঝুমুর বিষয়ে ডিপ্লোমা করার সুযোগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আবেদনের জন্য কোন পয়সা লাগছে না।












Post Comment