insta logo
Loading ...
×

পুরুলিয়ায় মুখোমুখি দুই লরির সংঘর্ষে গুঁড়িয়ে গেলো দোকান, আহত ৩

পুরুলিয়ায় মুখোমুখি দুই লরির সংঘর্ষে গুঁড়িয়ে গেলো দোকান, আহত ৩

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া

ভয়াবহ সড়ক দুর্ঘটনা মঙ্গলবার ভোরে পুরুলিয়া শহরের ব্যস্ততম গোশালা চৌমাথা মোড়ে। পুরুলিয়া–বাঁকুড়া জাতীয় সড়কে শহরমুখী একটি লরি এবং রেনি রোড হয়ে বাঁকুড়াগামী আরেকটি লরির মুখোমুখি সংঘর্ষে দু’টি গাড়ির সামনের অংশ চূর্ণ হয়ে যায়। ধাক্কার জেরে রাস্তার ধারের একটি দোকানও সম্পূর্ণ ভেঙে পড়ে। ঘটনার পর সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল।

দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই লরির দুটি চালক ও এক খালাসি। স্থানীয় মানুষ দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সময়মতো ব্রেক কষতে না পারার ফলেই এই দুর্ঘটনা ঘটে বলে জানান আহত এক লরির চালক শহচর কুমার।
খবর পেয়ে সদর থানার পুলিশ ক্রেনের সাহায্যে দুটি লরিকে রাস্তার ধারে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

Post Comment