সুজয় দত্ত, জয়পুর :
অবাক কাণ্ড! মাটি খুঁড়তেই বেরিয়ে এলেন ভুঁইফোঁড় শিব। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় জয়পুরে। স্থানীয় দেশি ক্যাম্প সংলগ্ন এলাকায় নির্মাণ কাজের জন্য মাটি খোঁড়া হচ্ছিল। আর তখনই প্রায় আড়াই ফুট গভীরতায় মেলে পাথরের ওই শিব লিঙ্গটি। সেটি তুলে দুধ ও মধু দিয়ে সাফ সুতরো করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রত্যন্ত এলাকায়। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ শিব দেখতে আসছেন। পুরোহিতের সঙ্গে কথা বলে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। বলছেন দেশি ক্যাম্পের কর্ণধার দিব্যজ্যোতি সিংহ দেও।
মনে করা হচ্ছে এলাকায় পুরনো মন্দির ছিল, এই শিবলিঙ্গটি তারই অঙ্গ।
Post Comment