অমরেশ দত্ত, বোরো:
মা ও শিশুদের জন্য “শিশু আলয়”।উদ্বোধন হল মানবাজার ২ ব্লক অফিস কম্পাউন্ডে মঙ্গলবার। এবার থেকে ব্লক অফিসে আসা মা ও শিশুরা এই ঘরে বিশ্রাম নিতে পারবেন। শিশুরাও খেলনা নিয়ে খেলতে এবং আনন্দ করতে পারবে।যাতে তারা আনন্দ করতে পারে সেই লক্ষ্যে শিশুদের জন্য খেলনা এবং খেলার সরঞ্জাম দিয়ে ঘরটি সাজানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন, মানবাজার মহকুমা শাসক মহম্মদ মানজার হোসেন আঞ্জুম, মানবাজার ২ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্কু বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো, মানবাজার ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাতো, ব্লকের আধিকারিকরা, পঞ্চায়েত সমিতির সদস্য, সদস্যারা সহ বিশিষ্টজনেরা।
Post Comment