তাপস কুইরি, বাঘমুন্ডি: জঙ্গলমহল পুরুলিয়ার সমবায় আন্দোলনের অন্যতম রূপকার শিশির গুপ্তের স্মরণ সভা পালিত হলো বাঘমুন্ডিতে। শনিবার বাঘমুন্ডির সুইসাতে এই অনুষ্ঠান হয়। তিনি সাবেক মানভূমের বঙ্গভুক্তির অগ্রণী সেনানী ছিলেন। সেই সঙ্গে সুইসা সমবায় সমিতির প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট সমাজসেবী। এদিন তাঁর ত্রয়োদশ স্মরণসভা পালিত হলো সমবায় সমিতির অফিস প্রাঙ্গণে তাঁর পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে। স্থানীয় বিশিষ্টজনদের স্মৃতিচারণা, এলাকার দুঃস্থদের কম্বল বিতরণ, ছাত্র-ছাত্রী উৎসাহবৃত্তি প্রদান ও পংক্তিভোজন ইত্যাদি ছিল অনুষ্ঠানের মূল অঙ্গ। ২০১২ সালে ৮২ বছর বয়সে তাঁর মৃত্যুর পর আজও স্থানীয় মানুষজন তাঁর নানারকম সমাজসেবামূলক কাজের জন্য তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
Post Comment