নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা :
৬ বছরের শিশু কন্যার উপর যৌন নির্যাতন। ঘটনার ১৮ মাসের মধ্যে সাজা পেল দোষী। অভিযুক্তের নাম শিশির রায়। বাড়ি পুঞ্চা থানার বারোমেশ্য গ্রামে। আদালত সূত্রে জানা গিয়েছে ২০২৩ সালের ১৩ জুলাই দুপুরে ৬ বছরের মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। বহু খোঁজাখুঁজির পর পুঞ্চা কিষান মান্ডির একটি স্টল থেকে ওই বালিকাকে উদ্ধার করেন তারা। সেখান থেকে ছুটে পালিয়ে যায় অভিযুক্ত শিশির রায়। সেই দিন পরিবারের সদস্যরা বিষয়টি সেভাবে বুঝে উঠতে পারেননি। কিন্তু পরের দিন ফের অভিযুক্ত ওই নাবালিকাকে লাড্ডু দেওয়ার কথা জানিয়ে স্কুল যেতে বারণ করে। এর পরেই ওই শিশু কন্যা তার মাকে সমস্ত বিষয়টি জানায়। ১৫ জুলাই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। সেই অভিযোগের ভিত্তিতে পকসো আইনের ৮ নম্বর ধারায় একটি মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করে পুঞ্চা থানার পুলিশ। মামলার তদন্ত ভার সামলান পুঞ্চা থানার তৎকালীন সাব ইন্সপেক্টর সুজয় কুন্ডু। তদন্তে নেমে ঘটনার ৩৪ দিনের মাথায় আদালতে চার্জশিট দাখিল করেন তিনি। গ্রেফতারের পর এক বছর সংশোধনাগারে বন্দী থানার পর বেলে ছাড়া পায় অভিযুক্ত। এই মামলায় ২০২৪ সালের ২৯ জুলাই থেকে সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হয়। তদন্তকারী পুলিশ আধিকারিক, অভিযোগকারী সহ মোট ৭ জন আদালতে সাক্ষ্য দেন। সমস্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে দোষী ব্যাক্তিকে চার বছর কারাদণ্ড সঙ্গে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ও আরো এক মাসের কারাবাসের নির্দেশ দেন বিচারক। পুরুলিয়া জেলা আদালতের স্পেশাল পকসো কোর্টের বিচারক রানা দাম এই সাজা ঘোষণা করেন শনিবার।









Post Comment