insta logo
Loading ...
×

বেহাল রাস্তায় নর্দমার জল, অবরোধ মানবাজারের পেদ্দায়

বেহাল রাস্তায় নর্দমার জল, অবরোধ মানবাজারের পেদ্দায়

নিজস্ব প্রতিনিধি, মানবাজার: খানাখন্দে ভরা রাস্তা! আর সেই রাস্তা দিয়েই নোংরা জল বয়ে যায়। তাই সোমবার সকালে গাছের গুঁড়ি ফেলে প্রায় ঘন্টাখানেক রাস্তা অবরোধ করলেন মানবাজার ১ ব্লকের বিশরি গ্রাম পঞ্চায়েতের পেদ্দা গ্রামের মানুষজন। তবে অবরোধের কিছুক্ষণের মধ্যেই ওই গ্রামে পৌঁছে যায় পুলিশ। মানবাজার থানার পুলিশ সেখানে গিয়ে এলাকার মানুষজনের সমস্যা শুনে বিষয়টি বিডিওকে জানায়। তারপর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পাইপলাইন বসানোর কাজ করাতেই এই পরিস্থিতি তৈরি হয়। তবে মানবাজার ১ নম্বর ব্লক কর্তৃপক্ষ রাস্তা সম্পূর্ণ ভাবে বেহাল সে কথা মানতে চায় নি। মানবাজার ১ নম্বর ব্লকের বিডিও দেবাশীষ ধর বলেন, ” এলাকার মানুষজন রাস্তা যতটা খারাপ বলছেন তা নয়। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পাইপলাইন বসানোর কাজ করতে গিয়ে রাস্তা কিছুটা খারাপ হয়েছিল। তবে ওই দপ্তর তা মেরামত করে দিয়েছে। এরপরেও যদি কিছু সমস্যা থাকে আমরা ওই দপ্তরকে বলেছি বিষয়টি দেখে নিতে। ” এদিন সকাল ন’টা নাগাদ অবরোধ শুরু হয় । বিডিওর সঙ্গে কথা বলে রাস্তা মেরামতের আশ্বাস দেওয়ার পরই অবরোধ তুলে নেন এলাকার মানুষজন। তারা ‘পথবৃন্দ’ প্ল্যাকার্ড লাগিয়ে অবরোধ শুরু করেছিলেন। এদিন তারা জানিয়ে দেন, এরপরেও যদি সমস্যার সমাধান না হয় তবে তারা ফের এভাবেই অবরোধ করবেন।

Post Comment